• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির কার্যক্রমে সন্তুষ্ট নয় হাইকোর্ট (ভিডিও)

খান আলামিন, আরটিভি

  ৩০ জুলাই ২০১৯, ২০:০১

ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির কার্যক্রমে সন্তুষ্ট নয় হাইকোর্ট। তাই কার্যকর ওষুধ আনার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে আদালতকে তা জানাতে হবে। দুই সিটির আইনজীবীরা জানিয়েছেন, তাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এডিস মশা নিধনে সমন্বিত অভিযানের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেন দুই সিটির আইনজীবীরা। প্রতিবেদনে দেখা যায় দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪০টিতে ডোজ বাড়িয়ে ওষুধ ছিটিয়েছে। দুই সিটি যৌথভাবে ১৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চালিয়েছে। বাড়িয়েছে ছিটানোর কর্মী সংখ্যাও।

কিন্তু এই প্রতিবেদনে সন্তুষ্ট নয় হাইকোর্ট। দুই সিটির কার্যক্রমের বাস্তবতা নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন। কারণ ডেঙ্গুর প্রকোপ একটুও কমেনি বরং বেড়েই চলছে। তাই আদালত বলেছেন, নতুন কার্যকর ওষুধ কবে এনে ছিটানো যাবে সে বিষয়ে বৃহস্পতিবার জানাতে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিয়ে প্রতারণা: ইবনে সিনার চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
---------------------------------------------------------------

আদালত বর্তমান ওষুধের কার্যকারিতা নিয়ে অসন্তুষ্ট হলেও দুই সিটি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে তারাও আদালতের সঙ্গে একমত।

মশা নিধনে তিনদিন ধরে জোরালোভাবে যে কার্যক্রম চলছে, তা অব্যাহত থাকবে বলে জানায় দুই সিটি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
X
Fresh