• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন সাংস্কৃতিক সংগঠক সুপ্রিয় চক্রবর্তী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৯, ১২:২৯
সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু
সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু

চলে গেলেন সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু। ৭৯ বছর বয়সে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গেলো ১৩ জুলাই থেকে তিনি রাজধানীর বারডেমে ভর্তি ছিলেন।

সুপ্রিয় আইনজীবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবেই পরিচিত ছিলেন। তিনি মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতানা কামাল জানান, সুপ্রিয় চক্রবর্তী টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে দেহদান করে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী ওই হাসপাতালের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সিলেট নগরের লামাবাজারের বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী পেশায় আইনজীবী ছিলেন।

তবে মূলত ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের সহসভাপতিও ছিলেন। এছাড়া সিলেট ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh