• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি নাগরিক হিসেবে রোহিঙ্গাদের জায়গা দিতে চায় মিয়ানমার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুলাই ২০১৯, ২৩:৪০

মিয়ানমার রোহিঙ্গাদের বিদেশি নাগরিক হিসেবে জায়গা দেবে বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী মিন্ট থোয়ে।

দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ডি-৪ ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, মিয়ানমারে যারা তিন প্রজন্ম ধরে বসবাস করছে তাদের ‘নেট্রালাইজড সিটিজেনশিপ’ দেয়ার বৈধতা আছে।

অর্থাৎ তাদের বিদেশি নাগরিক হিসেবে থাকার বৈধতা দেয়া হবে। যদিও জাতীয়তা কিংবা গোত্র নিয়ে কোন সমস্যা থাকবে না বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মিন্ট থোয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ১০ সদস্য। এসময় ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালে আগস্টে মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh