• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৬৯-এ ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৭, ২৩:০৫

৬৯-এ পা রাখলো ছাত্রলীগ। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এ দিনে 'পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ' হিসেবে জন্ম নেয় সংগঠনটি। নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। পরের বছর ৫ সেপ্টেম্বর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ । ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে সংগঠনটি গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে।৬৬’র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে। এছাড়াও ৬৮-তে শিক্ষা আন্দোলন এবং ৬৯’র গণঅভ্যুত্থানসহ ৭০’র নির্বাচন ও ৭১’র মুক্তিযুদ্ধে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ অবদান রাখে।

দেশ স্বাধীনের পর ঐতিহ্যবাহী এ সংগঠনটি 'বাংলাদেশ ছাত্রলীগ' নাম ধারণ করে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটির অনেক নেতাকর্মীর বিরুদ্ধেই চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। গেলো বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মারামারিতে জড়াতে দেখা গেছে ছাত্রলীগের কর্মীদের। এসব কারণে ভাবমূর্তির সংকটেও পড়ে সংগঠনটি।

বুধবার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে আঁকা হচ্ছে ৭ দশকের গৌরবোজ্জ্বল ইতিহাস- ‘চিত্রপটে বাংলাদেশ ছাত্রলীগ’। দেয়ালচিত্রের বাইরেও প্রতিষ্ঠাবার্ষিকী ধরে ৪ দিনের কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এ ছাত্র সংগঠন।

এদিন সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কাটা হবে কেক, সকাল ১০টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা।

পরদিন বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের রক্তদান কর্মসূচি রয়েছে সংগঠনটির।

এছাড়াও স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শুক্রবার শীতবস্ত্র বিতরণ ও পরে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে ছাত্রলীগ।

৮ জানুয়ারি কলাভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে সংগঠনটি।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh