• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভূমিকম্প ‘আতঙ্কে’ সুনামগঞ্জে ২ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৭, ২১:৩২

সুনামগঞ্জে ভূমিকম্পের সময় ‘আতঙ্কিত’হয়ে ঘর থেকে বের হবার সময় পড়ে গিয়ে এক কিশোরীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন জগন্নাথপুরের পাটলি ইউনিয়নের হাসামপুর গ্রামের হিরণ মিয়া (৬০) ও ছাতকের সিমেন্ট ফ্যাক্টরি এলাকার শামছুল হকের মেয়ে সায়মা আক্তার(১৩)।

এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিজমি​ ফেটে বালি ও পানি বেরিয়ে এসেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এদিন বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎপত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh