• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮ বিভাগে ইসি গঠনের প্রস্তাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৭, ২১:২২

প্রধান নির্বাচন কমিশনসহ দেশের ৮টি বিভাগে একটি করে নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি।

বিকেলে বঙ্গভবনে দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন। একই সঙ্গে নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ব্যবহারে পরামর্শসহ মোট ১৪টি প্রস্তাব দেয় দলটি।

এদিকে, বিকেলে দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির নেতৃত্বে বাংলাদেশ তরিকত ফেডারেশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মোট ১৯টি প্রস্তাব দেয়।

দলের চেয়ারম্যান জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের দ্বারা সার্চ কমিটি গঠন ও নির্বাচন কমিশন নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh