• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

লঞ্চ ধর্মঘট চলছে, যাত্রীদের ভোগান্তি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুলাই ২০১৯, ১০:৪৮

১১ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হলেও সারাদেশে লঞ্চ মালিকরা যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গতকাল বুধবার (২৪ জুলাই) রাতে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু লঞ্চ ধর্মঘটের কথা জানান। তিনি জানান, শ্রমিকদের বার বার কর্মসূচির নামে ভোগান্তির প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী নৌযান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যায় শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে কর্মসূচি থেকে সরে আসে নৌযান শ্রমিক ফেডারেশন। তারপর পাল্টা কর্মসূচি ঘোষণা করেন লঞ্চ মালিকরা।

তবে অসুস্থ ও হজ্জ যাত্রী থাকায় বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে যাত্রীবাহী দু’টি লঞ্চ। এ বন্দর থেকে
ঢাকার উদ্দেশে ৫টি লঞ্চ ছেড়ে যাবার কথা ছিল।

লঞ্চ যাত্রীরা বলেন, তারা অন্য লঞ্চে কেবিন বা সোফা করেছিলেন। লঞ্চ কর্তৃপক্ষ তাদের ফোন করে টাকা ফেরত নিয়ে যেতে বলেছেন। এতে করে যাত্রীদের বেশ সমস্যা হচ্ছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh