• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গুর লার্ভা পাওয়ায় ৩ বাড়ির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা (ভিডিও)

শরিয়ত খান

  ২৪ জুলাই ২০১৯, ২০:৪৩

ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর তিনটি নির্মানাধীন ভবনের মালিককে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বুধবার ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত ওয়ারী এলাকায় অভিযান চালায়। এডিস মশার বিস্তার রোধে কার্যকর ওষুধ প্রয়োগ না করলে, ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন কিটতত্ত্ববিদরা।

প্রায় ৮ থেকে ১০ দিন ধরে বৃষ্টি না হলেও রাজধানীতে ওয়ারী এলাকার এই বাড়ির বেজমেন্টে জমে আছে বুক সমান পানি। এ ধরনেই পরিবেশই এডিস মশার বিস্তারের আদর্শ স্থান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরীক্ষায় পাওয়া গেল তারই প্রমাণ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সারাদেশে ২৪ ঘণ্টায় ৫৬০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত
---------------------------------------------------------------------

ভবনের ঠিক উল্টোপাশেই মিতালী বিদ্যাপিঠ স্কুল। না যেনেই স্কুলের কোমলমতি শিশুরা ডেঙ্গুর ঝুঁকিতে পরছে। তাই নিজ বাড়ি পরিচ্ছন্ন রাখার পাশাপশি এলাকার পরিবেশ এর ব্যাপারেও নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের।

শুধু অভিযান বা ভ্রাম্যমাণ আদালত নয়, এডিস মশার বিস্তার রোধে নগর কর্তৃপক্ষকে কার্যকর নিকনাশক ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, আরও অন্তত মাস দুয়েক মশার বংস বিস্তারের মৌসুম।

এদিকে এডিস মশার বিস্তার রোধে সিটি করপোরেশনের সব কাউন্সিলরদের নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু করার কথা জানান দক্ষিণের মেয়র।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে ঝুঁকি বেশি
একমাসে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু
X
Fresh