• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সারাদেশে ২৪ ঘণ্টায় ৫৬০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৯, ১৯:০৬

গত ২৪ ঘণ্টায় সারদেশে রেকর্ড সংখ্যক ৫৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যের সংখ্যা ৮। তবে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

এবার ডেঙ্গু জ্বরের ধরনটা আলাদা! তাই অনেকেই শুরুতে বুঝে উঠতে পারছেন না, ঠিক কি হয়েছে তার।

এডিস মশার বিস্তারের কারণে এবার ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসাবে বুধবার সারাদেশে ৫৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন।

---------------------------------------------------------------------------------
আরো পড়ুন : রূপপুর প্রকল্পে দুর্নীতির সাথে ৩৪ কর্মকর্তা জড়িত: কমিটি
----------------------------------------------------------------------------------

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩০ জন। গত দু সপ্তাহে ভর্তি হয়েছে প্রায় ৫শ রোগী।

ডেঙ্গু মোকাবিলায় অবহেলা না করে কর্তৃপক্ষকে শিগগির কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এই বিশেষজ্ঞ।

এদিকে, নগরবাসীকে সচেতন করতে র‌্যালি ও সেমিনারের আয়োজন করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসকদের সংগঠন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু নিয়ে আরও ১১ জন হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ৮
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২২
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের
X
Fresh