• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীর দুই পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৯, ০৯:৪৪

রাজধানীর পল্টন ও খামারবাড়ি পুলিশ বক্সের সামনে থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) মধ্যরাতে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া বোমা দুটি বিস্ফোরণ ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, জনমনে আতঙ্ক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে একটি কুচক্রী মহল ওই ঘটনা ঘটিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার পর খামারবাড়ি ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে কাজ শুরু করেন। উদ্ধার করা বোমাটি ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণ ঘটানো হয়।

তেজগাঁও থানার ওসি শামিমুর রশিদ তালুকদার এই তথ্য জানান।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ওইখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা কার্টনের ভেতর প্যাঁচানো একটি বস্তু দেখতে পান। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। তারা এসে বোমাটির বিস্ফোরণ ঘটান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুর থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার
গৌরনদীতে হাতবোমা উদ্ধারের সময় বিস্ফোরণ, এসআইসহ আহত ৩
জুরাইন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য
X
Fresh