logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

বাড্ডায় পিটিয়ে নারী হত্যার মূলহোতা হৃদয় গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৩ জুলাই ২০১৯, ২৩:১৭ | আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৮:৩৩
মূলহোতা হৃদয় গ্রেপ্তার
বাড্ডায় পিটিয়ে নারী হত্যার মূলহোতা হৃদয় গ্রেপ্তার ।। ছবি:সংগৃহীত
রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ডিবি পূর্ব বিভাগের একটি টিম হৃদয়কে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছে।

ওই ঘটনায় জড়িত অভিযোগে এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। হৃদয়কে নিয়ে সাতজন গ্রেপ্তার হলো।

গেল শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে তসলিমা রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তিনি।

পরে রেনুর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করেন। এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন 

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়