• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা: হৃদয় সন্দেহে তরুণ আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৯, ১৯:৩৭
বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা
বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুকে হত্যা মামলার প্রধান আসামি হৃদয় সন্দেহে এক তরুণকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে কয়েকজন আটক করে পুলিশে দেয়া হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মো. সাগর জানান, মঙ্গলবার রাতে ওই তরুণকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা (বাড্ডা থানা পুলিশ) বিষয়টি দেখেছে।

তবে বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, রেনু হত্যা মামলার আসামি হৃদয়ের মতো দেখতে এক তরুণকে গোলাপ শাহর মাজারের সামনে থেকে এক ব্যক্তি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। শাহবাগ থানা পুলিশ তাকে বাড্ডা থানায় হস্তান্তর করেছে। পরে যাচাই-বাছাই করে দেখেছি, এই ছেলে হৃদয় না। তার নাম আল আমিন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।

গেল শনিবার সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে তসলিমা রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তিনি।

পরে নিহত নারীর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করেন। এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এরই মধ্যে রেনু হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন জনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh