• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘গুজব রোধে ৬১ লাখ আনসার সদস্য জনগণকে সচেতন করবেন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৯, ১৯:০৫
গুজব
গুজব রোধে ৬১ লাখ আনসার সদস্য জনগণকে সচেতন করবেন

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ জানিয়েছেন, পদ্মা সেতু নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে কাজ করবে আনসার ও ভিডিপি। মাঠপর্যায়ে থাকা এ বাহিনীর ৬১ লাখ সদস্য জনগণকে সচেতন করবেন।

আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় তিনি এ কথা জানান।

কাজী শরীফ কায়কোবাদ বলেন, গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন, গুজবে কান না দেয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে।

দেশের যেকোনো প্রয়োজনে আনসার সদস্যরা সবার আগে উপস্থিত হয় জানিয়ে, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিকা পালনের কথা তুলে ধরেন, আনসার মহাপরিচালক।

------------------------------------------------------------------------
আরো পড়ুন : ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
------------------------------------------------------------------------

সক্ষমতা বাড়াতে অস্ত্রসহ নানা আধুনিক সুবিধাদি বাহিনীতে সংযুক্ত করা হচ্ছে বলেও জানান মেজর জেনারেল শরীফ কায়কোবাদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh