logo
  • ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৩ জুলাই ২০১৯, ১৭:৩৬ | আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৭:৪৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।। ফাইল ছবি
ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, পুলিশ বসে নেই। পুলিশকে দুর্বল ভাববেন না। ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এ ঘটনা যারাই ঘটাচ্ছেন তাদের শাস্তি পেতেই হবে।

ছেলে ধরা সন্দেহে গেল কয়েকদিনে সারাদেশে ছয়জনকে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। মামলা হয়েছে ৯টি ও জিডি হয়েছে ১৫টি। এ ঘটনায় সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে।

------------------------------------------------------------------------
আরো পড়ুন : দুদকের এনামুল বাছির কারাগারে
------------------------------------------------------------------------

দেশবাসীর উদ্দেশে আসাদুজ্জামান খান বলেন, ছেলেধরা গুজবে আপনারা কান দেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশে সোপর্দ করুন। সমস্যা হলে ৯৯৯-এ ফোন করে তাদের সহযোগিতা নিন।

উল্লেখ্য, সম্প্রতি পদ্মা সেতু নিয়ে নানা ধরনের গুজবের জেরে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এসএস

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৮ ৩০
বিশ্ব ৬৮৫৬২৩ ১৪৫৭০৬ ৩২১৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়