• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৯ জুলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৯, ১৪:৫৬
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঈদুল আজহার অগ্রিম টিকেট আগামী ২৯ জুলাই থেকে ছাড়বে রেল বিভাগ। ফিরতি টিকিট পাওয়া যাবে ৫ আগস্ট থেকে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

তিনি জানান, রাজধানীর পাঁচটি স্থান- কমলাপুর, এয়ারপোর্ট, বনানী ও তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে টিকিটগুলো বিক্রি করা হবে।

-----------------------------------------------------------
আরো পড়ুন: ঈদে কোনো ভিআইপির জন্য টিকিটের সুপারিশ করা হবে না: রেলমন্ত্রী
-----------------------------------------------------------

মন্ত্রী জানান, উল্লেখিত কাউন্টারগুলোতে আগামী ৭ আগস্টের টিকিট ২৯ জুলাই, ৮ আগস্টের ৩০ জুলাই, ৯ আগস্টের ৩১ জুলাই, ১০ আগস্টের ১ আগস্ট এবং ১১ আগস্টের টিকিট ২ আগস্ট পাওয়া যাবে।

অপরদিকে ফিরতি পথের জন্য আগামী ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট পাওয়া যাবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চার জনের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানান মন্ত্রী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh