• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুদকের এনামুল বাছির গ্রেপ্তার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৯, ২৩:২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ কেলেঙ্কারি মামলার আসামি ছিলেন তিনি।

সোমবার (২২ জুলাই) রাতে তাকে আটক করা হয়।তার আইনজীবী কামাল হোসেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুসসালামের একটি বাসা থেকে বাছিরকে গ্রেপ্তার করেছে দুদক।

গত ১৬ জুলাই খন্দকার এনামুল বাছির এবং মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মোহাম্মদ ফানাফিল্যা মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে দুদক প্রধান কার্যালয় থেকে ডিআইজি মিজান ও সংস্থার পরিচালক বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর দুদক পরিচালকের পদ থেকে খন্দকার এনামুল বাছির ও পুলিশের ডিআইজির পদ থেকে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
স্ত্রীসহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়াতে আবেদন দুদকের
X
Fresh