• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শ্যামপুর ও মুন্সীখোলা এলাকায় নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৯, ২২:৪৪

রাজধানীর আশপাশের এলাকায় নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযান চালিয়েছে, বিআইব্লিউটিএ কর্তৃপক্ষ।

সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে কদমতলী থানার শ্যামপুর ও মুন্সীখোলা এলাকায় এ অভিযান চালায় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

এসময় বেশ কয়েকটি অবৈধ পাথর ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার অবৈধ মালামাল এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ন-পরিচালক আরিফ উদ্দিন জানান, ২০১৪ সালে নদীর তীরে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েগুলো সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল ভেঙে দিয়ে বালু ও পাথরের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যা দখলমুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে। যাতে এখনও পর্যন্ত সাড়ে পাঁচ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ একশ’ পনের একর ভূমি দখলদার থেকে অবমুক্ত করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
X
Fresh