• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভবনে এডিস মশার লার্ভা পেলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৯, ১৩:৩৬
এডিস মশার লার্ভা পেলে আইনি ব্যবস্থা
ভবনে এডিস মশার লার্ভা পেলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ।। ফাইল ছবি

রাজধানীতে যেসব ভবনে এডিস মশার প্রজনন স্থল বা প্রজনন হতে পারে এমন পরিবেশ পাওয়া যাবে, সেগুলোর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ সোমবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন শিশুদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন অন্যান্য জায়গার চেয়ে বেশি। ভবন মালিকদের এ বিষয়ে আমরা সচেতন হতে বলেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা আমাদের সহযোগিতা করছেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন ভবনে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেসব ভবনে এডিস মশার প্রজনন স্থল বা লার্ভা পাওয়া যাবে, সেসব ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই ভবন মালিকদের কাছে অনুরোধ, আপনারা স্ব স্ব ভবন থেকে মশার প্রজনন স্থল ধ্বংস করবেন।

মেয়র বলেন, ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট চালানো হবে। ইতোমধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh