• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্যার কারণে এবার ঈদযাত্রায় সমস্যা হবে না: কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৯, ১২:০৩

বন্যার কারণে এবার ঈদযাত্রায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। মহাসড়কে কোথাও সমস্যা সৃষ্টি হওয়ার কোনও কারণ নেই। সব গুড শেইপে রয়েছে এবং সামনেও ভাল থাকবে।

তিনি বলেন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন চলবে। এছাড়া ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

এছাড়া মহাসড়কের পাশে যত্রতত্র যেন পশুর হাট না বসে সে বিষয়ে লক্ষ্য রাখতে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রীয়া সাহা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রীয়া সাহা সংখ্যা তত্ব নিয়ে মিথ্যাচার করেছেন, প্রধানমন্ত্রী কখনো এ সংখ্যা বলেননি। এসময় কাদের আবারো প্রীয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার কথা জানান।

তুহিন/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না : কাদের
বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
ওবায়দুল কাদেরের বক্তব্যে যা বললেন সেলিমা রহমান 
X
Fresh