• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

১৫ বছরে প্রথমবার গ্রেপ্তার হলেন এই চোর (ভিডিও)

আরটিভি রিপোর্ট

  ২২ জুলাই ২০১৯, ১১:৩৭

রাজধানীতে ‘বোরাক টাওয়ার’, ‘নাভানা টাওয়ার’, ‘উইন বিজ টাওয়ার’সহ, বেশ কয়েকটি বহুতল ভবনে দুর্ধর্ষ চুরির সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ১৫ বছর পর প্রথমবার গ্রেপ্তার হওয়া চুরির মূল হোতা বদরুল হক নাসির প্রাথমিকভাবে একশ’র বেশি চুরির কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে, বদরুল গ্রেপ্তার হওয়ায় অনেক চুরির মামলার সমাধান হবে।

রাজধানীর উত্তরার, ‘উইন বিজ টাওয়ারে’র ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়। অফিস শেষে সবাই বের হলে সুযোগ বুঝে অভিযুক্ত চোর বদরুল হক নাসির ভবনের দিকে এগিয়ে যান। সিকিউরিটি গার্ডকে মিথ্যা তথ্য দিয়ে প্রবেশ করেন।

কিছুক্ষণ পর তার এক সহযোগী প্রবেশ করেন। চারটি ফ্লোরে গিয়ে, ‘উইনটেল ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি’সহ, কয়েকটি কোম্পানির অফিসের তালা ভেঙে নগদ চার লাখ টাকা ও মূল্যবান জিনিস নেন।

এখানেই শেষ নয়। ‘প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে’র প্রধান কার্যালয় থেকে চুরি করেন নগদ প্রায় চার লাখ ও তিনটি ল্যাপটপ। এভাবে রাজধানীতে ১০০টি চুরির কথা স্বীকার করেছেন তিনি।

অভিযুক্ত চোর বদরুল হক নাসির জানান, নিরাপত্তার জন্য কোম্পানিগুলো যেসব ডিজিটাল সিকিউরিটি লক লাগাচ্ছে, তা সহজেই খুলতে পারেন তারা।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মশিউর রহমান জানান, কোম্পানিগুলোর নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। রাজধানীতে সংঘবদ্ধ চোরদের গ্রেপ্তারে অভিযান চলবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেডের সেঞ্চুরি ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার
তুষারের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় রূপগঞ্জের 
চিত্রনাট্য চুরির অভিযোগে কড়া জবাব দিলেন ‘ময়দান’র নির্মাতারা
বিপাকে ‘ময়দান’, মুক্তির আগেই অজয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ
X
Fresh