• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আমিনবাজারে নদীতে পড়া যাত্রীবাহী ট্যাক্সিক্যাব উদ্ধারে অভিযান শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৯, ০২:১৪
আমিন বাজার ট্যাক্সিক্যাব
আমিনবাজারে নদীতে পড়া যাত্রীবাহী ট্যাক্সিক্যাব উদ্ধারে অভিযান শুরু

সাভারের আমিনবাজারে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী একটি ট্যাক্সিক্যাব উদ্ধারে অভিযান শুরু করেছে ডুবুরি দল। এছাড়া উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪০ জন সদস্য অংশ নিয়েছেন। তাদেরকে সহায়তা করছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে যাত্রীবাহী একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সাভার ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আরটিভি অনলাইনকে জানান, একটি বাসকে সাইড দিতে গিয়ে ক্যাবটি নিয়ন্ত্রণ হরিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আর কারটিতে কত জন যাত্রী ছিলেন বা তারা কোথায় যাচ্ছিলেন সেসম্পর্কে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইভেট কারটি নদীতে পড়ার আগে দ্রুত গতিতে চলছিল।

ডি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
X
Fresh