smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

প্রিয়া সাহার জমিই নেই, নিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক
|  ২১ জুলাই ২০১৯, ২০:২৭
প্রিয়া সাহার জমিই নেই, নিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না গণপূর্তমন্ত্রী
ফাইল ছবি
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার পিরোজপুরে কোনো জমি নেই, তাই নিয়ে নেওয়া বা বাড়ি পুড়িয়ে দেয়ার প্রশ্নই উঠে না। বললেন স্থানীয়  সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী  শ ম রেজাউল করিম।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রিয়া সাহার বাড়ি আমার এলাকায়। সেখানে  তার কোনো জমি নেই,  তাই সেটি নিয়ে নেওয়া ও বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রিয়া সাহা অভিযোগ করেন, তার জমি লুটে নেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

শ ম রেজাউল করিম বলেন, প্রিয়া সাহা ও তিনি দু’জন একই জেলার বাসিন্দা।

মন্ত্রী বলেন, প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এ তথ্য মিথ্যা। আমার নির্বাচনি আসন থেকে ১ জন সংখ্যালঘুও গুম হয়নি।

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়