• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন জাল নোটের হোতারা (ভিডিও)

আপেল শাহরিয়ার, আরটিভি

  ২১ জুলাই ২০১৯, ১৩:৪১

মামলার দীর্ঘসূত্রতা, কারাগার ও আদালতে নতুন নতুন অপরাধীদের সঙ্গে সখ্য- এসব কারণে জামিনে বেরিয়ে ফের জালমুদ্রা তৈরির মত অপরাধে জড়িয়ে পড়ছেন মামলার আসামিরা। সমাজে আত্মশুদ্ধির সুযোগ না থাকায় অপরাধের দুষ্টচক্র থেকে আসামিরা বের হতে পারছেন না বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

আবদুর রহিম। জালমুদ্রা তৈরির একজন দক্ষ কারিগর। প্রায় এক যুগ ধরে এ অপরাধের সঙ্গে জড়িত। ধরাও পড়েছেন কয়েকবার। জামিনে বেরিয়ে ভালো হওয়ার চিন্তা মনে উঁকি দিলেও, ভালো সঙ্গ না পাওয়ায় ফের জড়িয়ে পড়েছেন একই অপরাধে।

রফিকুল ইসলাম খসরু। কয়েকবার গ্রেপ্তার হলেও জালমুদ্রা জগতের বড় বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে রাজধানীতে গড়ে তোলেন নিজস্ব কারখানা।

ডিবি (উত্তর) পুলিশের উপ কমিশনার মশিউর রহমান বলছেন, জালনোট তৈরির নেটওয়ার্কের সঙ্গে জড়িত অপরাধীরাই ঘুরে-ফিরে জামিনে বেরিয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ছেন।

কারাগার ও সমাজে অপরাধীদের আত্মশুদ্ধির সুযোগ না থাকায় অভিযুক্ত অপরাধীরা নতুন কোরে অপরাধে জড়াচ্ছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার ফারজানা রহমান।

অপরাধ বিজ্ঞান বিভাগের এই সহকারী অধ্যাপক বললেন, কেবল আইন প্রয়োগ কোরে নয়, অপরাধ কমিয়ে আনতে হবে, সবার প্রচেষ্টায়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh