• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে প্রিয়া সাহাকে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুলাই ২০১৯, ১৩:৩৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।। ফাইল ছবি

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রিয়া সাহার বিরুদ্ধে কোন আইনি প্রক্রিয়ায় যাবে না সরকার। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, সবার আগে প্রিয়া সাহার বক্তব্য শুনবে সরকার, এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল সংক্রান্ত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে কথা বলার বিষয়টি এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কি না সেসব বিষয় এখনো পরিষ্কার নয়।

তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলা এখনই করা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।

১৭ জুলাই হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্মীয় নিপীড়নের শিকার বিশ্বের ১৯টি দেশের ২৭ জনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এই ২৭ জনের মধ্যে ছিলেন বাংলাদেশি প্রিয়া সাহা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh