logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

দুর্নীতির ৭০ ভাগ মামলাই চুনোপুঁটির বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ জুলাই ২০১৯, ১৬:২৭ | আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:৪৮
দুর্নীতি যেসব মামলা হয়, ৭০ ভাগই চুনোপুঁটির বিরুদ্ধে। ছোট গাছ উপড়ে ফেলা যত সহজ বড় গাছ উপড়ানো তত কঠিন। তবে আমরা চুনোপুঁটিও ধরব। বড় মাছও ধরব। বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  

bestelectronics
শনিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, আমরা হাত দিলে হাত নিয়ে আসতে চাই না। হাত পুড়ে যাক, আমরা সবাই চলে যাই, তাও ভালো। যদি হাত দেই তো দেবই। যদি না পারি তাহলে দেব না। এটাই আমাদের কমিশনের দর্শন।

দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং ইস্যুটা আমাদেরই। মানি লন্ডারিং আইন সংস্কার করে শুধু ঘুষ আর দুর্নীতির বিষয়গুলো কমিশন দেখছে। এ সংক্রান্ত ২০০ মামলা তদন্ত করছে কমিশন। এর মধ্যে ২২টি মামলার ২২টিতেই শাস্তি হয়েছে। অর্থাৎ শতভাগ শাস্তি হয়েছে। 

এসজে/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়