• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ০৭:৩৬
আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। আজ শনিবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা।

এর আগে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, কাঁঠালবাগানের ঢালে এফ হক টাওয়ার নামক একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওই ভবনে আগুন লাগে। পরে খবর পেয়ে ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ধারণা করা হচ্ছে, ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে

এদিকে কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
X
Fresh