• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কমছে না ডেঙ্গু জ্বরের প্রকোপ (ভিডিও)

মুক্তা মাহমুদ

  ১৯ জুলাই ২০১৯, ২১:৫১

কিছুতেই কমছে না ডেঙ্গু জ্বরের প্রকোপ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এডিস মশা নিধনের জন্য উত্তর সিটি করপোরেশনের ‘পরিচ্ছন্নতা ও মশক নিধন বিভাগে’র সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে, ‘ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া প্রতিরোধে’, এডিস মশার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজন করা এক শোভাযাত্রায় একথা জানালেন, উত্তরের মেয়র। অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও এতে অংশ নেন।

হাসপাতালে হাসপাতালে এখন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী। জায়গা দিতে হিমশিম খাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ছে, মৃতের সংখ্যা।

দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্তদের দ্রুত ‘ইমিউন সিস্টেম’ ভেঙে পড়ায়, স্বাস্থ্য জটিলতা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে গত ছয় মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত পাঁচ হাজার ৫৪৬ জন। আর গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২০১ জন।

এই যখন পরিস্থিতি তখন ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির জন্য শোভাযাত্রা করল ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শোভাযাত্রায় অংশ নিয়ে মেয়র জানালেন, তারা ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্ট মশা নিধনে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন।

শোভাযাত্রার বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ছিলো, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

জনসচেতনা সৃষ্টির জন্য জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রা এডিস মশা নিধন ও ডেঙ্গেু প্রতিরাধে কতটা কাজে দেবে সময়ই তা বলে দেবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh