• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশের গণতন্ত্রকে বন্দি করা হয়েছিল: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১৯ জুলাই ২০১৯, ১৯:১৩
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি’র সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল মেয়র
মেয়র আতিকুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে বন্দি করা হয়েছিল।বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ‘স্বাধীনতা হল’- এ বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ উপলক্ষে আয়োজিত এ সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের কণ্ঠকে রোধ করার জন্য সেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৬ জুলাই শেখ হাসিনার বন্দি দিবস নয়, এটি হচ্ছে গণতন্ত্রের বন্দি দিবস।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশে দুর্নীতি ও দুঃশাসন চালিয়েছিল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তারা ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছিল। তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিল। কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং জননেত্রী শেখ হাসিনাকে সেদিন গ্রেপ্তার করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারবে, সেটা কি কেউ ভেবেছিল?

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তখন দেশ দুর্নীতিতে পর পর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশের উন্নয়ন না করে তাদের পকেট ভারী করেছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের প্রথম স্মার্ট পার্কের উদ্বোধন
X
Fresh