• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের জোরলো সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৯, ১৭:৫০

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে এ সহায়তা চান তিনি।

চলমান রোহিঙ্গা সংকটে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় নির্ধারণে সুনির্দিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনাও হয় বৈঠকে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh