• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মশার ওষুধ কেন কাজ করছে না জানতে চেয়েছেন হাইকোর্ট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৯, ১৯:৩৪

ডেঙ্গু জ্বরের জীবানু বহনকারী এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশনের ওষুধ কেন কাজ করছে না এবং যারা ওষুধ আমদানি করছে তারা ভেজাল দিচ্ছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

যদি কেউ ভেজালের সাথে জরিত থাকলে তাদেরকেও খুজে বের করতে নির্দেশ দেন আদালত। এডিস মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।

এডিস মশার বংশ বিস্তার রোধ করতে পারছে না ঢাকার দুই সিটি করপোরেশন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দিনে অন্তত দুই’শ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমন অবস্থায় উদ্বিগ্ন হাইকোর্টও।

এক রিট আবেদনের শুনানিতে বেশ কিছু নির্দেশনা দেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ।ডেঙ্গু জ্বরের জীবানু বহনকারী এডিস মশা নিধনে ওষুধ কেন কাজ করছে না তা খতিয়ে দেখতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেন হাইকোর্ট।

দ্রুত মশা নিধনে কার্যকর ওষুধ আমদানি করে তা ছিটানোর ব্যবস্থা করতে নির্দেশ দেন আদালত। প্রয়োজনে সিটি করপোরেশনকে সরকারের সহায়তা নিতে বলা হয়।

এসব বিষয়ে কি পদক্ষেপ নেয়া হলো তা আগামী ২০শে আগস্টের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
জাতীয় ঈদগাহে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া
ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দিতে নির্দেশ হাইকোর্টের
X
Fresh