• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে বসছে ২৪টি পশুর হাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৯, ১৭:০৪

ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এবার ২৪টি পশু বেচাকেনা হাটের অনুমোদন দিয়েছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি স্থানে আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১৪টি।

মঙ্গলবার (১৬ জুলাই) এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক (খামার) ড. এ বি এম খালেদুজ্জামান।

তিনি আরটিভি অনলাইনকে জানান, রাজধানীতে এবার ২৪টি পশুর হাট বসবে। এর মধ্যে ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট।

তিনি আরও জানান, পশুর প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ২৫টি ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবে এসব হাটে।

সারা দেশে মোট ২ হাজার ৩৬২টি পশুর হাট বসবে বলেও নিশ্চিত করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh