• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভালো শিক্ষকদের ক্লাস টিভিতে দেখানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৯, ১৬:৪৪
ভালো শিক্ষকদের ক্লাস টিভিতে দেখানোর পরিকল্পনা হচ্ছে শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

ভালো শিক্ষকদের ক্লাস টেলিভিশনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে দেখানোর পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ সোমবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত আলোচনায় ডিসিদের এই চিন্তার কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে টিভি চ্যানেলের মাধ্যমে ভালো বিদ্যালয়ের ভালো শিক্ষকদের ক্লাসগুলো দেখাতে পারি। সে জন্য একটি শিক্ষা টিভি চ্যানেলের মতো কিছু করা যায় কি না সে বিষয়েও ভাবা যায়।

তিনি বলেন, এরকম টিভি করা গেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকেরাও এই শেখানো পদ্ধতি থেকে উপকার পাবেন এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সব জায়গায় শিক্ষার মান উন্নয়নের জন্য কতগুলো দক্ষতা অর্জন করা জরুরি। যেমন বাংলা ও ইংরেজি পড়তে, লিখতে, বলতে ও শুনতে পারছে কিনা, গণিত, বিজ্ঞান, আইসিটি, মুক্তিযুদ্ধের ইতিহাসহ সাধারণ যে দক্ষতা অর্জন করা দরকার সেটুকু তারা যেন শিখতে পারে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভন্ডগ্রাম, চোরমারাসহ ২৪৭ বিদ্যালয় পেলো রুচিশীল নাম
মাল্টিমিডিয়া ক্লাসের তিন মাসের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চাকরির সুযোগ
শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
X
Fresh