• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্রাম থেকে মানুষের শহরে আসার প্রবণতা কমাতে হবে: প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুলাই ২০১৯, ১৩:৩৮

দেশের তৃণমূল পর্যন্ত উন্নয়নের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। উন্নয়নের ছোঁয়াটা যেন তৃণমূল পর্যন্ত দৃশ্যমান হয়। এ জন্য আপনারা কাজ করবেন। গ্রাম থেকে শহরে আসার প্রবণতা যেন মানুষের কমে, সে ব্যবস্থা নিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, গত এক দশকে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে বিশ্ব তার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আপনাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে। দেশ ও জনগণের উন্নয়নের জন্য এসব দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আমরা নির্মাণ করতে চাই। চেষ্টা করলে যে দেশের উন্নয়ন করা যায়, তা দশ বছরে আমরা প্রমাণ করেছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh