• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অস্তিত্ব সংকটে রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর খাল (ভিডিও)

নাজিব ফরায়জী

  ১২ জুলাই ২০১৯, ১২:১৩

ভয়াবহ দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর খালটি। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া খালের দুইপাড় দখল করে নেয়ায় এখন এটি নালায় পরিণত হয়েছে।

ফলে, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। যদিও শিগগিরই একে দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন ডিএনডি প্রকল্প পরিচালক।

রাজধানীর যাত্রাবাড়ি, শানির আখড়া, কদমতলী ও শ্যামপুরের পানি নিষ্কাশনের পথ, এই নামা শ্যামপুর খাল।

এক সময়ের প্রশস্ত ও প্রবাহমান খালটি, ভয়াবহ দখল ও দূষণে বিলীন হওয়ার পথে।