logo
  • ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬

অস্তিত্ব সংকটে রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর খাল (ভিডিও)

নাজিব ফরায়জী
|  ১২ জুলাই ২০১৯, ১২:১৩ | আপডেট : ১২ জুলাই ২০১৯, ১২:২৫
ভয়াবহ দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর খালটি। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া খালের দুইপাড় দখল করে নেয়ায় এখন এটি নালায় পরিণত হয়েছে।

ফলে, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। যদিও শিগগিরই একে দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন ডিএনডি প্রকল্প পরিচালক।

রাজধানীর যাত্রাবাড়ি, শানির আখড়া, কদমতলী ও শ্যামপুরের পানি নিষ্কাশনের পথ, এই নামা শ্যামপুর খাল।   

এক সময়ের প্রশস্ত ও প্রবাহমান খালটি, ভয়াবহ দখল ও দূষণে বিলীন হওয়ার পথে।

পূর্ব শ্যামপুরে এটি যেন ময়লা-আবর্জনার ভাগাড়। স্থানীয়দের পয়োঃবর্জ্যসহ সব ধরণের ময়লা আবর্জনার শেষ ঠিকানা হওয়ায় ভয়াবহ অবস্থা ধারণ করেছে খালটি। পানির প্রবাহ আটকে যাওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় এলাকাগুলো। জায়গায় জায়গায় খাল দখল কোরে উঠেছে, বাড়িঘর।

সবচেয়ে ভায়াবহ অবস্থা পূর্ব শ্যামপুরের মদবর বাজারে। সেখানে খালের অস্তিত্ব নেই বললেই চলে। যে সরু নালা আছে তাও ভরে আছে মাটি ও ময়লা-আবর্জনায়।

আশার কথা হলো ডিএনডি প্রজেক্টের অধীন খালটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। এই অংশে অবৈধ স্থাপনাগুলো সনাক্ত করে নিজ উদ্যোগে দখলদারদের ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

প্রকল্প পরিচালক জানালেন, শিগগিরই খালটি দখলমুক্ত করে খননকাজ শুরু করা হবে।

তাই অভিযানের আগেই অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলার অনুরোধ জানালেন প্রকল্প পরিচালক।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়