• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদেশে কারাগারগুলোতে ৮৮৪৮ জন বাংলাদেশি বন্দি আছে: পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৯, ২১:২৪
আরব আমিরাত
ফাইল ছবি

বিভিন্ন দেশের কারাগারগুলোতে ৮ হাজার ৮শ ৪৮ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতে। সেখানে ২ হাজার ৪৯ জন বাংলাদেশি বন্দি রয়েছেন।

আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দি রয়েছেন তার মধ্যে রয়েছে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাহরাইন।

সংসদে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ বাংলাদেশি বন্দিদের তালিকা অনুযায়ী ভারতে সবচেয়ে বেশি বন্দি রয়েছে।

আর হাজারের বেশি বাংলাদেশি বন্দি রয়েছেন এমন দেশের সংখ্যা তিনটি। আর শতাধিক বাংলাদেশি বন্দি থাকা দেশ রয়েছে ১৩টি।

পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী সৌদি আরবে আছেন ১ হাজার ২শ ৮৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ১শ ৫৬ জন, বাহরাইনে ৬শ ৯৩ জন, মালয়েশিয়ায় ৫শ ৭২ জন, ওমানে ৪শ ৪২ জন, কুয়েতে ৩শ ১৬ জন, তুরস্কে ২শ ৮০ জন, ইরাকে ২শ ৭৫ জন, ইরানে ২শ ৪৩ জন, যুক্তরাজ্যে ১শ ২৬ জন, লিবিয়ায় ১শ ২২ জন, গ্রীসে ১শ ৬ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। বাকি বাংলাদেশি বন্দিরা রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ
ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানি চুক্তি শিগগিরই : পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন ভুটানের রাজা, হবে ৪ চুক্তি
X
Fresh