logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

ইসলামী পর্যটনকে ‘বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড’ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

ইসলামী পর্যটনকে ‘বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড’ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ জুলাই ২০১৯, ১৩:৩৩
 

ইসলামী পর্যটনকে ‘বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড’ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য সর্বাত্মক প্রচেষ্টা ও রোডম্যাপ প্রণয়নের করতে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।  

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি এ আহ্বান জানান।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ঢাকা অ্যাজ দ্য ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসলামী পর্যটনের বিকাশে আন্তঃ-ওআইসি পর্যটক প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে ভিসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্র্যান্ডিং ও মানোন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

শেখ হাসিনা বলেন, ওআইসির ২০১৮ সালের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মুসলিম ট্যুরিস্টের সংখ্যা ১৫৬ মিলিয়ন, যা ২০২০ সালে বেড়ে দাঁড়াবে ১৮০ মিলিয়ন।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়