• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্মশানঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৯, ১১:৩০

রাজধানীর বুড়িগঙ্গার শ্মশানঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বিআইডব্লিউটি’র ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উচ্ছেদের সময় এ হামলা করেন স্থানীয়রা। এতে বিআইডব্লিউটিএর নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দীনসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি পাহারায় সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় অভিযান শুরুর আগেই স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম আহমেদ ওরফে রিপন তাঁর কয়েক শত অনুসারীকে নিয়ে শ্মশানঘাট এরাকায় অবস্থান নেন। অভিযান শুরুর পরপরই কর্মকর্তাদের ওপর তাঁরা চড়াও হন। একপর্যায়ে শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।

গতকাল বুধবারও দিনভর বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা আরও ১১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

বাবুবাজার ব্রিজ থেকে পোস্তগোলা শ্মশানঘাট পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বুড়িগঙ্গায় জলজ প্রাণী বেঁচে থাকার সুযোগ নেই’
ছুটির দিনেও বাবুবাজার ব্রিজে যানবাহনের দীর্ঘ সারি   
সুইজারল্যান্ডের কথা বলে শুটিং হয় বুড়িগঙ্গার তীরে : সাইমন
X
Fresh