• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় ১০ দিনেই হাসপাতালে ১৩শ’ ৮৪ ডেঙ্গু রোগী (ভিডিও)

মুক্তা মাহমুদ, আরটিভি

  ১১ জুলাই ২০১৯, ১১:০১

সিটি করপোরেশনের কোন আশ্বাসেই কাজ হচ্ছে না। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই মাসের প্রথম ১০ দিনেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩শ’ ৮৪জন ডেঙ্গু রোগী।

ভুক্তভোগীদের অভিযোগ, ভয়াবহ রূপ নিলেও মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

আর রোগটি প্রতিরোধে, এডিস মশার নিধনকেই একমাত্র পথ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাসাবোর আদিত্য ও সৌভিক- দুই ভাই তিনদিন ধরে হাসপাতালে ভর্তি। হাসপাতালে আসার আগে বাসায় আটদিন ধরে জ্বরে ভুগেছেন। হাসপাতালে আসার পর পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

তিন বছরের ছেলেকে নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি তার মায়ের কাছে জ্বর মানেই আতংক। কারণ, গেল মাসেও ছেলে ডেঙ্গু জ্বরে ভুগেছে।

রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে বুধবারই ভর্তি হয়েছেন ১৬ জন।

এ বছর ডেঙ্গুর ভয়াবহতা বেশি। তাই জ্বর আসলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার তাগিদ দিলেন মেডিসিন বিশেষজ্ঞরা।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন জরুরি। তাই মশা জন্মাতে ও বাস করতে পারে- এমন সব জায়গা, ঘর-বাড়িসহ আশ-পাশে পরিষ্কার রাখার পরামর্শ দিলেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
X
Fresh