• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৯, ১৭:৫৫
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারী
অরিত্রী অধিকারী ।। ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে (১৫) আত্মহত্যায় প্ররোচনার দেয়ার মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার বিচার শুরু হলো।

আজ বুধবার (১০ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দুই শিক্ষক হলেন- ভিকারুননিসা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা।

বুধবার দুই শিক্ষকের অব্যাহতির আবেদন নাকচ করে ওই মামলায় অভিযোগপত্র গঠনের পর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন।

আগামী ২৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিনধার্য করা হয়। মামলার আরেক আসামি অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে অভিযোগপত্রে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

গেল ২৮ মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী কামরুল ইসলাম পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট জমা দেন। একইসঙ্গে শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনা মামলার অভিযোগে প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতির আবেদন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের জেরে শিক্ষকরা ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী অধিকারীর বাবা-মাকে ডেকে এনে অপমান করলে তিনি আত্মহত্যা করেন। পরে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ওই স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh