• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের জামিন না দেয়ার অনুরোধ আইনমন্ত্রীর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৯, ১৬:৩২

শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতরা যেন উচ্চ আদালত থেকে জামিন না পায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

এসব ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দেয়ার পর বিচারিক আদালতে এ ধরনের মামলাগুলো যেন বিলম্বিত না হয় সে বিষয়েও দৃষ্টি রাখার কথা বলেন মন্ত্রী।

বুধবার রাজধানীর নিবন্ধন অধিদপ্তরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা দেশে বেড়েই চলেছে। আইনের ফাঁকফোকর দিয়ে অনেক সময় অপরাধী ছাড়া পাচ্ছে। তাই ভুক্তভোগী পরিবারের দাবি থাকে এসব বিচার যেন দ্রুত কার্যকর করা হয়।

এদিকে পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা মামলার রায় নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় উনাদের সময় (বিএনপি সরকার) তারা এ ধরনের রায় লিখে দিতেন, সে অভিজ্ঞতা থেকেই তারা এসব বলছেন। বিচার বিভাগকে আমরা কোনোভাবেই চাপ দেই না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
শ্রম আইন সংশোধনে তাড়াহুড়ো না করার আহ্বান আইএলও’র
দেশে ৬৪৮ এমপি নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
X
Fresh