• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৪৪ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুলাই ২০১৯, ২২:৪০
জাতীয় সংসদ
দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৪৪ লাখ ।। ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বর্তমানে ৯ কোটি ৪৪ লাখ।

আজ মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে দেশে ৬০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল, এটি বর্তমানে নয় কোটি ৪৪ লাখে পৌঁছেছে।

মন্ত্রী বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের দামও কমিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, টেলিটক ইন্টারনেট সেবার মূল্য অনেক হ্রাস করেছে। ২০১৮ সালে ১ জিবি ইন্টারনেটের সেবা মূল্য ছিল ২২১ টাকা। বর্তমানে সেটি সর্বসাধারণের জন্য ৪৬ এবং ছাত্রদের জন্য ৪৩ টাকা (৩০ দিন মেয়াদী) নির্ধারণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
বিঘ্ন হচ্ছে ইন্টারনেট সেবা
X
Fresh