• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাইকোর্টে জামিন পেলেন না সাবেক ওসি মোয়াজ্জেম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুলাই ২০১৯, ১৭:৩২
ওসি মোয়াজ্জেম হোসেন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আজ মঙ্গলবার (৯ জুলাই) এ আদেশ দেন।

আদালতে ওসি মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন আহসান উল্লাহ ও আইনজীবী সালমা সুলতানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ১৭ জুন সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক। এই আদেশের বিরুদ্ধে গেল ৩০ জুন জামিন চেয়ে আবেদন করেন ওসি মোয়াজ্জেম।

গেল ১৬ জুন মোয়াজ্জেম হোসেনকে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৬ এপ্রিল মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে গায়ে আগুন দেয় তার মাদরাসার শিক্ষার্থীরা। তার ১০ দিন আগে নুসরাত মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনাগাজী থানায় জানাতে গেলে থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন।

পরে ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পিবিআই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh