• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মহাসড়কগুলোতে ধীরগতির যানের জন্য আলাদা লেন বানাতে বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুলাই ২০১৯, ১৭:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহাসড়কগুলোতে ধীরগতির যান চলাচলের জন্য আলাদা লেন ও মহাসড়কে বাস বে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া জাতীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ের সড়কগুলো পর্যায়ক্রমে প্রশস্ত ও পুরু করা এবং পুরনো সরু সেতু ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৯ জুলাই) একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু দ্রুতগতির গাড়ি মানুষ মেরে ধুলা উড়িয়ে চলে যাবে তা সম্ভব নয়। রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, যেন সব সড়কে নিরাপত্তার সঙ্গে চলতে পারে। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা।

তিনি বলেন, মহাসড়কে আলাদা স্বল্পগতির লেন করা হবে। বিশ্রামাগারও থাকতে হবে। সরু সেতুগুলো ভেঙে বড় করা হবে। বেসরকারি উদ্যোক্তারা যেন দোকান বা টয়লেট নির্মাণ করতে পারেন সেজন্য জমি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh