• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: মেয়র খোকন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুলাই ২০১৯, ২১:৪৪

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষা মৌসুম ডোবা-নালা পরিষ্কার করতে সরকারের পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মশা নিধনে সিটি করপোরেশনের কার্যক্রমের বিবরণ দিয়ে মেয়র খোকন আরও বলেন, ‘ঢাকা সিটিতে আমরা ২৮ জন কমিউনিটি অ্যাম্বাসেডর নিয়োগ করেছি। মশা উপদ্রুত এলাকা চিহ্নিত করে তারা আমাদের কাছে তথ্য দেবে। সেই তথ্য মোতাবেক আমরা মশক নিধনকর্মী পাঠাব মশার ওষুধ ছিটানোর জন্য।’

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পূর্ণশক্তি নিয়েই কাজ করার দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh