logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

রাজধানীতে উটের খামার (ভিডিও)

  সোহেল রানা, আরটিভি

|  ০৭ জুলাই ২০১৯, ১৪:০৩ | আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৪:১৪
বিশ্বের বিভিন্ন দেশে উট ও দুম্বা দিয়ে মুসলমানদের মধ্যে কোরবানির রীতি চালু থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা অনেকটাই দুষ্প্রাপ্য। তবে রাজধানীর কমলাপুরে, ‘দেওয়ানবাগ দরবার শরীফে’র খামারে দেখা মেলে, মরুভূমির জাহাজখ্যাত উট। এখানে বাণিজ্যিকভাবে উটের পালন না হলেও প্রতি ঈদেই দু-একটি উট ও দুম্বা বিক্রি হয়। 

বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, অনেকটা শখের বসেই কমলাপুরে গড়ে উঠেছে এই খামার। প্রায় দুই বিঘা জমিতে প্রতিষ্ঠিত খামারে আছে ২৭টি উট। বেশিরভাগ উট এ খামারেই প্রজনন হয়েছে।

পুরুষ উটের সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের ঈদে একটি উট বিক্রি করার কথা জানিয়েছে খামার কর্তৃপক্ষ। যার দাম হাঁকা হবে, ১৫ লাখ টাকা। 

এছাড়া উটের পাশাপাশি আছে, প্রায় ৩০টি দুম্বা। যার একেকটির দাম, দেড় থেকে দুই লাখ টাকা।   

উট ও দুম্বা পালনের জন্য দেশের আবহাওয়া উপযোগী না হওয়ায় এবং মাংসের চাহিদা কম থাকায় ব্যাপক হারে পশু দুটি পালন হচ্ছে না বলে জানিয়েছেন, পশু সংশ্লিষ্টরা। 

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়