পানিতে মলের অস্তিত্ব: পদক্ষেপ জানতে চান হাইকোর্ট (ভিডিও)
আরটিভি অনলাইন রিপোর্ট
| ০৭ জুলাই ২০১৯, ১৩:৩৫ | আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৯:১৯
আদালতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিবেদনটি দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি জোন এবং সায়েদাবাদ ও চাঁদনীঘাট এলাকা থেকে সংগৃহীত ৮টি নমুনা পানিতে দূষণ পেয়েছে। এই এলাকার পানিতে ব্যাকটেরিয়া, উচ্চ মাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে। এছাড়া কিছু কিছু নমুনাতে মলের অস্তিত্ব পাওয়া গেছে। গেল ২১ মে এক আদেশে হাইকোর্ট ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। তারই ভিত্তিতে ৩৪টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়। পরে আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পরীক্ষা করা হয়। এসএস