• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শাহবাগ মোড় অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুলাই ২০১৯, ১০:১৮
হরতাল
শাহবাগ মোড় অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রোববার (৭ জুলাই) সকাল ৭টার দিকে টিএসসি থেকে তারা মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি গিয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে এসে সেখানে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায়।

এদিকে শাহবাগ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যান দেখা যায়।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক দলের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে সকালে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা। পল্টনে গাড়ি ভাঙচুর করেছে হরতালকারীরা। সকাল সাড়ে ৭টার দিকে হরতালকারীরা গাড়িতে ইট পাটকেল ছুড়েছে বলে জানা যায়।

রোববার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন রুটে বাস, মিনি বাস, হিউম্যান হলারে চলতে দেখা যায়। এছাড়া অনেকে এলাকা ঘুরে দেখা যায় সকাল ৮টায় অন্য স্বাভাবিক দিনের মতো কর্মজীবী মানুষেরা কাজে বের হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরতাল-অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি 
নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে 
সংসদের প্রথম দিন হরতাল দিয়ে ‘মাঠের আন্দোলনে’ ফিরতে চায় বিএনপি
ভরা ব্যালট বাক্সের তথ্য দিলেন রিজভী
X
Fresh