• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রকৃতি রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে: ড. আতিউর রহমান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুলাই ২০১৯, ২২:০৮

পরিবেশ দূষণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তাসহ উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করে প্রকৃতি রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান।

শনিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন এনভায়রন মুভমেন্ট আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘বাসযোগ্য পরিবেশ তৈরি ও সংরক্ষণে তরুণ সমাজের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে আলোচনা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান বৈশ্বিক উষ্ণতা কমাতে কার্বন নিঃসরণ কমানোর উপর জোর দেন।

গ্রীন এনভায়রন মুভমেন্টের সভাপতি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শহর কিংবা গ্রাম, বাসা বাড়ির আশপাশে জায়গা ফেলে না রেখে গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা শেষে পরিবেশ রক্ষায় সচেতনতা নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে : ফখরুল
‘স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের তামাক থেকে দূরে থাকতে হবে’
বাংলাদেশি তরুণদের সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া
তরুণদের তুলে নিয়ে সেনাবাহিনীতে ঢুকতে বাধ্য করছে মিয়ানমার জান্তা!
X
Fresh