• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারী বৃষ্টির ঝুঁকিতে কক্সবাজারের রোহিঙ্গা শিবির (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুলাই ২০১৯, ২১:৪২

ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের রোহিঙ্গা শিবির ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তিনদিনের বৃষ্টিতে রোহিঙ্গাদের ২৭৩টি আশ্রয়স্থল নষ্ট হয়েছে বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আরো ভূমিধ্বসের আশঙ্কা প্রকাশ করেন সংস্থাটির মুখপাত্র চার্লি ইয়াক্সলি।

ইউএনএইচসিআর-এর কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক খবর অনুযায়ী বৃষ্টিপাতের কারণে ২৬টি ভূমিধসের ঘটনা ঘটেছে। জরুরি সহায়তার জন্য শরণার্থী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা অস্থায়ীভাবে ২ হাজার ১৩৭ জনকে সরিয়ে নিয়েছি। সতর্কতামূলক ব্যবস্থা বা বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি বছরের অ্যাকশন প্লান অনুযায়ী রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ৯২ কোটি মার্কিন ডলার প্রয়োজন। তবে এর এক তৃতীয়াংশের যোগান হয়েছে বলে উল্লেখ করে ইউএনএইচসিআর। রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ের জন্য ভাসান চরে স্থানান্তরে বাংলাদেশ সরকার উদ্যোগ নিলেও, উন্নয়ন সহযোগিদের বিরোধীতায় তা এখনো বাস্তবায়ন করা যায়নি।